সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার বিকেলে ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়।
ইসলামপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, সমাজকর্মী হেলাল উদ্দিন, আসাদ মিয়া, আফছর উদ্দিন, সাদির মিয়া, এমদাদুল হক ও নজরুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষক আব্দুল লতিফ দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের যৌন হয়রানি করছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ইতোপূর্বে একাধিক ঘটনা সালিশ বৈঠকের মাধ্যমে নিস্পত্তি করলেও তার আচরণে কোন পরিবর্তন আসেনি।
আব্দুল লতিফের বিরুদ্ধে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বম্ভরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply