সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক নেতা ও যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলমের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে বিশ্বম্ভরপুর ইমারত নির্মাণ শ্রমিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ, পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম, ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি রোকন মিয়া, সম্পাদক আবুল হোসাইন ও জাহাঙ্গীর আলমের ভাই রইছ মিয়।
বক্তারা, অবিলম্বে গ্রেফতারকৃত আসামি তুহিন সহ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য ৮ অক্টোবর পলাশ বাজারে জাহাঙ্গীর আলমের মাথায় গুরতর আঘাত করে তুহিন। এতে গুরুতর আহত এই যুবলীগ কর্মী সিলেটের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply