নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৫৯০ বোতল বিদেশী মদ ও ৬ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় আভিযানিক দল এই মদ ও বিয়ার উদ্ধার করতে সক্ষম হয় ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক আসামি ও অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।