সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্বম্ভরপুরে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদ মিয়া।
Leave a Reply