সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চলতি নদীর ডান তীরের আদাং ২৫ ও ২৬ নম্বর বেরিবাঁধের পিআইসিতে জমির মালিকদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকালে জমির মালিকদের উদ্যোগে আদাং বেরিবাঁধ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, এলাকার মুরব্বি মঞ্জু মিয়া, কৃষক আবু হানিফা, রমজান আলী, জয়নাল আবেদীন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিছ আলী ও ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, ২৫ ও ২৬ নম্বর পিআইসিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সবাই ভূমিহীন। তাই এই কমিটি দ্বারা ফসলরক্ষা বাঁধের কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না।
Leave a Reply