সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুধপুর গ্রামে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ রবিবার দুপুরে দুধপুর গ্রামের মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আবু চাঁন। ইউপি সদস্য হেনু মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, পল্লী বিদ্যুৎ সমিতির বিশ্বম্ভরপুর এলাকার পরিচালক আব্দুল মান্নান, সদর উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি হাবিলদার মুর্শেদ, চাঁন মিয়া ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।
সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ পল্লীবিদ্যুৎ দেওয়ার নামে কেউ অবৈধ উপায়ে টাকা চাইলে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার পরামর্শ দেন।
Leave a Reply