সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুজিববাজারে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা করা হয়েছে। এতে এক নারী সহ ৩ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হামলার শিকার ব্যবসায়ী আব্দুল হাইয়ের অভিযোগ, তিনি কয়েক দশক ধরে মুজিববাজারে তার কেনা জায়গায় দোকান দিয়ে ব্যবসা করছেন। এছাড়া বাজারের পাশে তার ৩ শতক জায়গায় বসতবাড়িও রয়েছে। একবছর পূর্বে তিনি বাড়ির পাশে আরো কিছু জায়গা ক্রয় করেন। সেই জায়গায় মাটি ভরাটের চেষ্টাকালে এলাকার কিছু লোক তার কাছে চাঁদা দাবি করে; কিন্তু তিনি তা দিতে রাজি না হওয়ায় তার উপর হামলা চালানো হয়।
হামলায় আহতদের মধ্যে আব্দুল হাইয়েরে স্ত্রী আকলিমা বেগমও রয়েছেন।
Leave a Reply