সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় প্রান্তিক কৃষক ও অসহায়দের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী কৃষি উপকরণ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে ৫টি ইউনিয়নের দুই শতাধিক কৃষক ও দুস্থ পরিবারের মাঝে ধানের বীজ, চাল, ডাল, তেল, ওরস্যালাইন, নাপা একস্ট্রা ট্যাবলেট, কিট, জিংক ট্যাবলেট, সি ভিট, সার্জিক্যাল মাস্ক, সাবান ইত্যাদি বিতরণ করা হয়।
বিতরণ করেন, ১১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ৬১ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে কর্নেল মাহবুব হাসান চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
Leave a Reply