সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত এই অসহায়দের মাঝে ব্র্যাক টিইউপি কর্মসূচির আওতায় হিজবুত তওহীদ উপজেলা শাখার সভাপতি কামাল হোসেনের অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে রবিবার দুপুরে সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেনের সভাপতিত্বে ও ব্র্যাকের তাহিরপুর উপজেলা শাখার প্রোগ্রাম অর্গানাইজার রাজীব রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শীতবস্ত্র দাতা কামাল হোসেন। আরো বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছাত্তার, সাদেম আলী, আব্দুর রব, আব্দুল লতিফ, গোলাম মিরাজ, দিলীপ কুমার দাস ও হেলাল উদ্দিন।
Leave a Reply