সুনামগঞ্জ প্রতিনিধি : একযুগ পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-কাঁচিরগাতি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ অধিদপ্তর ৩ কোটি টাকা মূল্যের জায়গা উদ্ধার করেছে।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চালবন পয়েন্ট থেকে পলাশ বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ পাকা, আধাপাকা ও টিনশেড বসতঘর এবং দোকানঘর উচ্ছেদ করে সড়ক ও জনপথ অধিদপ্তরের মূল্যবান ২ একর জায়গা উদ্ধার করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তর অবৈধ দখলদারদেরকে বেশ কয়েকবার স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দিলেও কোন ফল না হওয়ায় শেষপর্য়ন্ত অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তর ছাড়াও র্যাব, পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন। নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান।
অন্যদিকে উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মালিক দাবিদাররা তাদেরকে পুনর্বাসনের দাবি জানান।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার নাজমুল হাসান জানান, পলাশ বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপ সহকারী প্রকৌশলী মো মাহমুদুল হাসান জানান, গুরুত্বপূরর্ণএ সড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট লেগে থাকে। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
Leave a Reply