সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাসেবক লীগে যোগদান করেছেন।
ররিবার রাতে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপুর সভাপতিত্বে ও জেলা তরুণ লীগের আহবায়ক এ কে মিলন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফরহাদ আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বোরহান উদ্দিন।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শাহ আলমের নেতৃত্বে যোগদানকারীদের নিয়ে পরে জেলা নেতৃবৃন্দ সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থীর পক্ষে শহরে লিফলেট বিতরণ করেন।
Leave a Reply