সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা মরাখাল নদী থেকে পুলিশ আবুল মিয়া (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
আবুল মিয়া পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার চাঁনপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি ভেসে উঠলে এলাকার লোকজন বিশ্বম্ভরপুর থানায় খবর দেন।
পুলিশ জানায়, আবুল মিয়া ১০ জুন সন্ধ্যায় শক্তিয়ারখলা এলাকা থেকে নিখোঁজ হন।
তবে তার নিখোঁজের ব্যাপারে পুলিশ তেমন কিছুই বলতে পারছে না। থানার এসআই পবিত্র সিনহা জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply