সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় গো-খাদ্য বিতরণ করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
বুধবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অধিদফতর ও বিপিআইসিসির উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ কার্যলয়ে ৭০ জন কৃষক পরিবারের মাঝে এই গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহীম মাস্টার, আয়েশা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মো দিদারুল আহসান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, অন্যতম নেতা ফারুক মেনর, সাজিদুর রহমান, হাবিলদার মোর্শেদ, মোসলিম মিয়া প্রমুখ।
সাংসদ পরে গৌরারং ইউনিয়নের লালপুর বাজারের জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুনিম মিয়া, লালপুর ইউনিয়ন ১ ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি শুকুর ভাণ্ডারি, সাধারণ সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মহন মিয়া প্রমুখ।
Leave a Reply