সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ৮ শতাধিক বন্যার্তের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ত্রাণ বিতরণ করেছে।
সুইস রেডক্রস সোসাইটির অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদ আহমদ হৃদয়।
এ সময় প্রত্যেকে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি সুজি দেয়া হয়।
Leave a Reply