সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ও বাঘবেড় বাজারে কোরবানির পশুর হাট জমে উঠেছে। গভীর রাত পর্যন্ত চলছে গরু-ছাগল বেচাকেনা; কিন্তু স্বাস্থ্যবিধি আর সরকারি নির্দেশনা ক্রেতা কিংবা বিক্রেতা কেউই মানছেনা। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি প্রকট হয়ে উঠেছে।
ক্রেতাদের অভিযোগ, দুটি হাটেই এবার কোরবানির পশুর আমদানি বেশি; কিন্তু দাম আকাশচুম্বী। ফলে মধ্যবিত্তরা রীতিমতো বিপাকে পড়ে গেছে। বিক্রেতাদের মধ্যেও বেশ হতাশা। কারণ হাটে ক্রেতার উপস্থিতি যথেষ্ট হলেও আশানুরূপ বিক্রি হচ্ছেনা। অন্যদিকে ক্রেতারা অপেক্ষা করছে, শেষমুহূর্তে দাম কমবে-এই আশায়।
এ দুটি কোরবানির হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই। নেই সরকারি নির্দেশনার কার্যকারিতা। মাস্ক সঙ্গে থাকলেও হয় হাতে না হয় থুতনিতে। কারো কারো সাফকথা, খেটে খাওয়া মানুষকে করোনা কিছু করবেনা।
ইজারাদার মিজানুর রহমান নাজিম জানালেন, তাদের পক্ষ থেকে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া ছাড়াও শারীরিক দূরত্ব বজায় রাখতে মাইকিং করা হচ্ছে। এবছর গরু ছাগলে হাট সয়লাব হলেও বেচাকেনা খুবই কম ।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো সফর উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেবেন। সকলকে মাস্ক অবশ্যই পরতে হবে এবং স্বাস্থবিধিও মানতে হবে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রতিনিয়ত জনগণকে
সচেতন করতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের পাশাপাশি আইন অমান্যকারীদের জরিমানাসহ কারাদণ্ড দেওয়া হচ্ছে।
Leave a Reply