সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা ও গুচ্ছগ্রামে ১৪ কিলোমিটার পল্লী বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে সুনামগঞ্জ পল্লীবিদ্যৎ বিভাগের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে স্থাপিত এ লাইনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এ উপলক্ষে কাপনা গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহেল পারভেজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক ও তোফায়েল ইসলাম লিটন।
প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান মিসবাহ বলেন, বর্তমান সরকার ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে নিরলস কাজ করছে।
Leave a Reply