ক্রীড়াঙ্গন প্রতিবেদক : আইসিসি বিশ্বকাপ ট্রফি বিশ্বভ্রমণের অংশষ হিসেবে এখন বাংলাদেশে অবস্থান করছে। এসেছিল সিলেটেও। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লাক্কাতুরা এলাকায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্যে রাখা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কড়া নিরাপত্তায় বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করে। সুবিধাবঞ্চিত শিশুদের দেখার জন্যে ছিল বিশেষ ব্যবস্থা। ট্রফিটি দেখার জন্যে সর্বস্তরের মানুষ প্রচণ্ড ভিড় জমান।
বিশ্বকাপ ট্রফি দেখতে স্টেডিয়ামে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম।
ট্রফিটি রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply