বিশেষ প্রতিবেদক : বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসের কিংবদন্তী পুরুষ সুরঞ্জিত সেনগুপ্ত চলে গেছেন না ফেরার দেশে। আর কখনো তাকে দেখা যাবেনা জাতীয় সংসদে কিংবা রাজনৈতিক মঞ্চে সাধারণ মানুষের প্রাণের কথা বলতে। মুক্তিযুদ্ধ, উন্নয়ন ও গণতন্ত্র বিরোধীদের উদ্দেশ্যে নিক্ষিপ্ত হবেনা বিশুদ্ধ বাংলা ও আঞ্চলিক ভাষার মিশ্রণে তার বাক্যবাণ। ব্যাখ্যা দেবেন না তিনি সংবিধানের ধারা-উপ ধারার। বাঙালি জাতি এই কৃতি সন্তানের অভাব চিরকাল মর্মে মর্মে উপলব্ধি করবে।
সুরঞ্জিত সেনগুপ্ত-সিলেটবাসীর এই প্রিয় দাদার জীবনাবসান হয় রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে। এ খবর প্রচারিত হওয়া মাত্র শুধু বাংলাদেশ নয়-গণতান্ত্রিক প্রতিটি দেশে নেমে আসে শোকের ছায়া। কারণ এই নন্দিত জননায়ক একজন একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।
ঐদিন রাজধানীর ঝিগাতলায় নিজের বাসায় সাধারণ মানুষের শ্রদ্ধা, ঢাকেশ্বরী মন্দিরে ধর্মীয় আচার ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক সহযাত্রীদের ভালবাসায় সিক্ত হয়ে নীরব-নিথর সুরঞ্জিত সেনগুপ্ত প্রিয় সিলেটে আসেন পরদিন সকালে। সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে প্রিয় নেতার প্রতি হৃদয় উজাড় করা শ্রদ্ধা ও ভালবাসা নিবেদন করেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ। এ সময় অনেকের দুচোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে।
এরপর সুনামগঞ্জ ও শাল্লা হয়ে দিরাই উপাজেলা সদর। সবখানেই শোকাহত মানুষের ঢল। বুকে কালোব্যাজ, হাতে ফুল। সবাই ব্যাকুল প্রাণপ্রিয় মানুষটিকে ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় শেষ বিদায় জানাতে। আকুল শেষ বাবের মতো অতি পরিচিত মুখটি দেখতে; কিন্তু সঙ্গত কারণেই মুখটি দেখার সুযোগটি ছিলনা।
এক সময় সূর্য ডুবে গেলো। অন্তিম ইচ্ছে অনুযায়ী নিজের ঘরের পাশে নির্মিত শ্মশান বেদীতে তোলা হলো দীর্ঘকার নিষ্প্রাণ দেহটি। ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হলো অন্যান্য কাজ। দাউ দাউ করে জ্বলতে থাকলো চিতা। কুণ্ডলি পাকিয়ে উঠতে থাকলো ধূয়া। আর এর মধ্য দিয়ে কালনী পাড়ের ছোট্ট সীমানা ছাড়িয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বিশ্বব্রহ্মাণ্ডের অসীম পরিসরে নিজের আসন পেতে নিলেন।
Leave a Reply