নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ক্ষমতা ও কর্মপরিধি বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের বটেশ্বর এলাকায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন তখন দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র ৬টি। এখন সরকারি ও বেসরকারি মিলিয়ে এ সংখ্যা বেড়ে ১৩৪টিতে দাঁড়িয়েছে।
নুরুল ইসলাম নাহিদ জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ক্ষমতা ও কর্মপরিধি বাড়াতে আইন করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকারের কাছে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোন তফাৎ নেই।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এতদিন আমরা প্রযুক্তি আমদানি করেছি; কিন্তু আগামীদিনে রফতানি করতে চাই। এ জন্যে নতুন প্রজন্মকে প্রস্তুত হবে হবে।’
মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলতে প্রেরণা যোগাবে বলে নুরুল ইসলাম নাহিদ উল্লেখ করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতিসংঘ আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য ড ফরাস উদ্দিন বলেন, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। আরো এগিয়ে যেতে উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে হবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য অধ্যাপক ড সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে বারবার এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মো সালেহ উদ্দিন। আরো বিশেষ অতিথি ছিলেন বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো সাইফুজ্জামান শিখর ও ডিবিসি চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ফজলুর রব। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সৌরভ তালুকদার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী প্রক্টর আব্বাস উদ্দিন। এছাড়া প্রফেসর ইমেরিটাস ভাষাসৈনিক অধ্যাপক মো আব্দুল আজিজ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষামন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
Leave a Reply