নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান চর্চা আরও বাড়াতে হবে।
বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ১২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে; কিন্তু বিজ্ঞান চর্চা না বাড়ালে পিছিয়ে পড়বে। দেশের সকল নাগরিককে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুললে দেশ আরো সমৃদ্ধ হবে।
গবেষণা উন্নয়নের মাধ্যমে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, গবেষণায় মনোনিবেশ করে এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠানে শাবিপ্রবির উপাচার্য ড আমিনুল হক ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ ড ইলিয়াস উদ্দিন বিশ্বাসও বক্তব্য রাখেন।
Leave a Reply