বিশ্বনাথ প্রতিনিধি : যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান ও সাউথ লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা দেশে ফিরেছেন।
স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান সিলেট জেলা, মহানগর এবং বিশ্বনাথ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে তাদেরকে বিশ্বনাথ উপজেলার পশ্চিম নোয়াগাঁওয়ে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন সাউথ লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবীদ সাইফুল ইসলাম রানা। প্রক্তন মেম্বার তাজ উল্লাহর সভাপতিত্বে ও হযরত শাহজালাল (র) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিন, এএইচএম ফিরোজ আলী, সমর কুমার দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কান্তি দাশ, জেলা ছাত্রলীগ নেতা আলমগীর কবির, লোকমান আহমদ তালুকদার ও পার্থসারথী দাশ পাপ্পু।
বক্তারা আগামী সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকার কাণ্ডারি করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান।
তারা বলেন, মা, মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই।
Leave a Reply