বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ প্রেসক্লাবে যুক্তরাজ্যের সাপ্তাহিক পত্রিকার সাহিত্য সম্পাদক প্রবাসী সাংবাদিক কবি শাহ শামীম আহমদ সংবর্ধিত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় নতুনবাজারে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, টঙ্গি জেলায় কর্মরত এএসপি সোনাফর আলী শরিফ ও আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম।
বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, মোসাদ্দিক হোসেন সাজুল, আশিক আলী, মামুনুর রশীদ মামুন, শুকরান আহমেদ রানা ও আক্তার আহমদ শাহেদ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রথম আলো বন্ধুসভার সভাপতি ডা পি কে দে পিংকু, সাংবাদিক আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সোহেল, দর্জি কল্যাণ সমিতির সভাপতি কাওছার আহমদ, ছাত্রলীগ নেতা শাহ সূজা প্রমুখ।
Leave a Reply