বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানা ভাংচুর মামলায় উপজেলা যুবলীগের সদস্য আব্দুল আজিজ সুমন সহ ছাত্রলীগ ও প্রজন্ম লীগের আরও দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
অপর দুই জনের মধ্যে একজন হচ্ছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট। অন্যজন হচ্ছেন উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ।
ঐ মামলা দায়েরের দীর্ঘ দেড় বছর পর আদালতে আত্মসমর্পণ করলে সাজাপ্রাপ্ত এই তিন নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে সিলেটের বিচারিক হাকিম আতিকুল হায়দারের আদালতে তারা আত্মসমর্পণ করেন। আসামি পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ২৬শে জানুয়ারি বিশ্বনাথ থানায় জব্দকৃত গাড়ি প্রকাশ্যে নিলামের ব্যবস্থা করেন তৎকালীন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন। ঐদিন গাড়ি নিলামকে কেন্দ্র করে সরকার দলীয় কিছু নেতাকর্মী থানার ভিতরে নিলাম পর্যবেক্ষণকারী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের উপস্থিতিতে হট্টগোল ও ভাংচুর করে। এ ঘটনায় পরদিন থানার এসআই টিপু সুলতান বাদি হয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চার নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করেন (মামলা নং ১৫, মামলার জিআর ১৫/১৪)।
দীর্ঘ শুনানি শেষে ২০১৫ সালের ২৪শে মে সিলেটের ২য় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসাইন চৌধুরী পলাতক ৪ আসামিকে আড়াই বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করে রায় দেন।
Leave a Reply