বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এর আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুর রহমান জানান, ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্যানেটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দর পরিচালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির আলী, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা কামরুল ইসলাম, ভ্যাটেরিনারি সার্জন ডা আব্দুস সহিদ, উপজেলা মেডিকেল অফিসার ডা তারেক নূরুল ইসলাম ও সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু।
Leave a Reply