শুকরান আহমদ রানা, বিশ্বনাথ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী ৬ জন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন। জামানত হারানো প্রার্থীরা আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী ও প্রবাসী নেতা। এর মধ্যে আবার পৌর মেয়রের প্রকাশ্য সমর্থনপুষ্ট একজনও আছেন।
আইন অনুযায়ী নিবার্চনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এবাবের উপজেলা পরিষদ নিবার্চনে বিশ্বনাথ উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ৩৭ ভোটারের মধ্যে ৬০ হাজার ৪১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত এই ভোটের আটভাগের একভাগ হচ্ছে ৭ হাজার ৫৫৩টি, যা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৬ জনের মধ্যে অর্ধেকেই পাননি।
জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা গৌছ খান, প্রবাসী আওয়ামী লীগ নেতা পৌর মেয়র মুহিবুর রহমান সমর্থিত শমসাদুর রহমান রাহিন, প্রবাসী আওয়ামী লীগ নেতা এ আর চেরাগ আলী, প্রবাসী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী এনাম, প্রবাসী আওয়ামী লীগ নেতা আকদ্দুছ আলী ও প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বিএনপি নেতা কাওছার খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।
অন্যদিকে হাড্ডাহাডি লড়াইয়ে মাত্র ৩৫৪ ভোটের ব্যবধানে বিশ্বনাথ উপজেলা পরিষদের ষষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবাসী সোহেল আহমদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ পেয়েছেন ১২ হাজার ৯৬৮ ভোট। সোহেল আহমদ চৌধুরী এর আগেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন; কিন্তু গত নির্বাচনে আরেক প্রবাসী প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম নুনু মিয়ার কাছে পরাজিত হন। এস এম নুনু মিয়া এবার প্রার্থী হননি।
বিশ্বনাথ উপজেলা পরিষদে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্জুমানে আল ইসলাহর প্রার্থী ইসলাম উদ্দিনের প্রাপ্ত ভোট ১৩ হাজার ৫১২টি। প্রায় সাড়ে ৩ হাজার ভোটের তফাৎ হয়েছে।
বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন করিমা বেগম। ভোট পেয়েছেন ২৩ হাজার ৬৫৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ নেত্রী, সাবেক নারী ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম। তিনি পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট। এছাড়া বিদায়ী নারী ভাইস চেয়ারম্যান, বিএনপি নেত্রী স্বপ্না শাহিন ১৫ হাজার ৩৪২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
Leave a Reply