শুকরান আহমদ রানা : সামরিক সরকারের আমলে রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড বিরোধিতার মুখেই ১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর তাতে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন প্রবাসী মুহিবুর রহমান। এবার গণতান্ত্রিক সরকারের কালে অনুষ্ঠিত হলো বিশ্বনাথ পৌরসভায় প্রথম নির্বাচন। এতেও তিনি নির্বাচিত হয়ে এই জনপদের স্থানীয় সরকারের ইতিহাসের অংশ হয়ে গেলেন। কত এসেছেন উপজেলায় চেয়ারম্যান হয়ে। আসবেন পৌরসভায় মেয়র হয়ে। তবে তার নামটি দুটি জায়গায়ই শীর্ষস্থানটি দখল করে নিলো। বিশ্বনাথবাসী তাকে এমনই এক মর্যাদায় অধিষ্ঠিত করলেন।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলায় কোন নির্বাচনে এবারই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহৃত হলো।
অনেক কাঠ-খড় পুড়িয়ে প্রতিষ্ঠা পাওয়া সিলেটের বিশ্বনাথ পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার, ২ নভেম্বর। এতে মুহিবুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৪৭৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্নার প্রাপ্ত ভোট ৩ হাজার ৭০ ভোট। মেয়র পদে প্রার্থী ছিলেন ৭ জন। বিএনপি নির্বাচনে দলীয়ভাবে অংশ না নিলেও স্থানীয় নেতারা ঠিকই নির্বাচনী তৎপরতায় জড়িত ছিলেন।
প্রথমবার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে রাসনা বেগম (সাবেক ইউপি মেম্বার) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে লাকী বেগম (সাবেক ইউপি মেম্বার) বিজয়ী হয়েছেন।
নির্বাচিত কাউন্সিলররা হলেন, ১ নম্বর ওয়ার্ডে রাজুক মিয়া রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ডে ফজর আলী (সাবেক ইউপি মেম্বার), ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সুমন, ৪ নম্বর ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু, ৫ নম্বর ওয়ার্ডে রফিক হাসান (সাবেক ইউপি মেম্বার), ৬ নম্বর ওয়ার্ডে বারাম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে জহুর আলী (সাবেক ইউপি মেম্বর) ও ৯ নম্বর ওয়ার্ডে শামীম আহমদ (সাবেক ইউপি মেম্বার)। অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে স্থগিতাদেশের কারণে ভোটগ্রহণ হয়নি।
Leave a Reply