বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহীন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউনিয়ন পরিষদ চেয়াম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর হোসেন ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের পরিচালনায় সমন্বয় সভায় উপজেলা পরিষদের নিজ নিজ দফতরের কার্যক্রম তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো আলী নূর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন ও সমাজসেবা কর্মকর্তা রফিকুল হক। এছাড়া উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
Leave a Reply