সিলেটের বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা পরিষদ নির্বাচনে জাপার চেয়ারম্যান প্রার্থী জয়নুল আবেদীন জয়নালের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল রবিবার বিশ্বনাথের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাপার আহবায়ক এস এম আরশ আলী বাবলুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল হান্নানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্মআহবায়ক সৈয়দ আহমদ আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম মুর্শেদ খান, মহানগর জাপার সাবেক সদস্য রহমত উল্লাহ্ মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্মআহবায়ক এস এম শামীম আহমেদ, জেলা মটর শ্রমিক পার্টির আহবায়ক আবদাল হোসেন আফজাল, উপজেলা জাপার যুগ্ম আহবায়ক মো আব্দুল মন্নান, মো ইরাজ আলী ও ফিরোজ আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাপার সদস্য রহমত আলী, কাপ্তান মিয়া, আফজল আলী তালুকদার, আরব আলী, রহমত আলী, আয়ুব আলী, ফয়জুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য আব্দুল মতিন রাজু, পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আহমদ মনির খান, শফিকুর রহমান, মো আবিদ আলী, মীর সুহেল আজাদ মিয়া, মানিক মিয়া, আজাদ মিয়া, এস এম রুমন আহমদ, সাহেদ মিয়া প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply