গাউছিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান পিয়ার মোহাম্মদ ও যুগ্মমহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের নেতৃত্বে গত ২০ জুন বিশ্বনাথে ইউপি মেম্বার জহুর আলী ও মাওলানা জাহিদুর রহমান আজাদীর নিকট একশ পরিবারের মধ্যে বিতরণ করার জন্য শুকনো খাবার হস্তান্তর করা হয়।
এছাড়া বিশ্বনাথের ইকবালপুর, গহরপুর ও ধীতপুর এলাকার একশ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণের জন্য মো নেফুর মিয়া ও মাওলানা আব্দুস শুকুর জেহাদীর নিকট হস্তান্তর করা হয়।
পরদিন উপজেলার গাউছিয়া কমিটির আহবায়ক উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী ও যুগ্মআহবায়ক ডা হাফিজ আব্দুল করিম জিনাতের নেতৃত্বে নয়াবাজার ও অলংকারী ইউনিয়নের বন্যার্ত ১০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply