বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে প্রণোদনা সহায়তা হিসেবে ২২৫ জন কৃষককে বিনামূল্যে সরিষা, ভূট্টা, মুগডাল, উচ্চফলনশীল ধানবীজ ও সার দেয়া হয়েছে।
খরিপ-২০১৬-১৭ মৌসুম, রবি-২০১৬-১৭ ও পরবর্তী খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে বিনামূল্যে এই সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিআরডিবি মিলনায়তনে কৃষকদের মধ্যে এই প্রণোদনা সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) আব্দুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা দিলোয়ার হোসেন, কৃষক সিদ্দিকুর রহমান ও রুশনারা বেগম। পরিচালনায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জাবেল খলিল চৌধুরী।
Leave a Reply