বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজার থেকে বাউসেন-দূর্য্যাকাপন গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার দূর্য্যাকাপন ঈদগা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সাংসদ ইয়াহহিয়া চৌধুরী এহিয়া। সভাপতিত্ব করেন আব্দুশ শহীদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শামিম আহমদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এসএম আরশ আলী বাবলু, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, যুগ্ম আহবায়ক মনোহর আলী, আব্দুল হান্নান, এ কে এম দুলাল ও জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য আমির আলী। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনায় ছিলেন জাতীয় পার্টি নেতা নজমুল ইসলাম চৌধুরী ও বিভাংশু গুণ। কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা লোকমান আহমদ।
Leave a Reply