নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে যৌতুক দাবির মিথ্যা অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় এক যুবক জেল কাটছেন বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার বাইশঘর গ্রামের কারাবন্দি নেফুর আলীর ছোটভাই জুনেদ আহমদ।
তিনি দাবি করেন, তার ভাইয়ের শ্বাশুড়ি ও শ্যালককে আটকে রেখে মারধর করার খবরটিও সত্য নয়।
জুনেদ আহমদ জানান, তার বড়ভাই নেফুর আলী গত বছরের সেপ্টেম্বর মাসে একই উপজেলার কাহিরঘাট গ্রামের সোনা উল্লাহর মেয়ে শাফিয়া বেগমকে বিয়ে করেন। গত ৫ জুলাই তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। তাকে দেখতে গত ১২ জুলাই বিকালে শাফিয়া বেগমের মা, বোন ও ভাইসহ কয়েকজন আত্মীয় তাদের বাড়িতে আসেন। এক পর্যায়ে শাফিয়া বেগমের ভাই গেদু মিয়া ও জুনেদ আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে শাফিয়া বেগম পরিবারের সদস্যদের অনুমতি নিয়েই বাপের বাড়ি বেড়াতে যান।
এরপর ১৬ জুলাই বিশ্বনাথ থানায় নেফুর আলীসহ ৪ জনের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন শাফিয়া বেগম। এই দিনই পুলিশ অসুস্থ অবস্থায় নেফুর আলীকে গ্রেতার করে।
জুনেদ আহমদ মামলার সুষ্ঠু তদন্ত ও তার ভাই নেফুর আলীর মুক্তি দাবি করেন।
Leave a Reply