বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে ১৭ পদাতিক ডিভিশনের নির্দেশনায় জালালাবাদ সেনানিবাস থেকে ৫১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে সিলেটের বিশ্বনাথ উপজেলার সেনেরগাঁও এলাকায় দুই হাজারের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
রবিবার এই মানবিক কার্যক্রম শেষ হয়। শুরু হয়েছিল ৪ জানুয়ারি। এই ৯ দিনে ২৪২৩ জনকে সার্জিক্যাল অপারেশন সহ জেনারেল ও ডেন্টাল চিকিৎসাসেবা দেওয়া হয়।
সেনাবাহিনীর ৫১ ফিল্ড অ্যাম্বুলেন্স অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ মহসিন এমফিল এমপিএইচের তত্ত্বাবধানে ৩৫ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করে এই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এতে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সাধারণ মানুষকে বিভিন্ন পরামর্শ দেন। এছাড়া শীতবস্ত্র বিতরণ, শিশুদের নিয়ে দন্ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়।
Leave a Reply