বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৩৫) নামের এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ১৬ এপ্রিল (৩ বৈশাখ) সকাল ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের কানোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম কুমিল্লার লাকসাম উপজেলার জয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে। তিনি সিলেট মহানগরীর বালুচর এলাকায় বসবাস করছিলেন।
এলাকাবাসী জানান, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খানের বাড়িতে রঙের কাজ করছিলেন আবুল কালাম। তিন তলা ভবনের দ্বিতীয় তলার বাইরের দিকে কাজ করতে গিয়ে পাশেই বিদ্যুৎ লাইনে তিনি স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা নেওয়া হবে।
Leave a Reply