বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গ্রেফতার তরুণ সাংবাদিক আব্দুস সালামের মুক্তির দাবিতে সাংবাদিকবৃন্দ মানববন্ধন করেছেন।
বিশ্বনাথের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে রবিবার দুপুরে বাসিয়া সেতুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, মীমাংসিত মামলায় গ্রেফতারি পরোয়ানি ছাড়া সাংবাদিক আব্দুস সালামকে গ্রেফতার করে টানা-হেঁচড়া করে চিলের মতো ছোঁ মেরে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। মামলার বাদি ইমরান হোসেন বাবুল সিআইডি পুলিশকে ভুল তথ্য দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে।
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট এ এইচ এম ফিরোজ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল প্রতিনিধি জাহাঙ্গির আলম খায়ের, দৈনিক যুগান্তর প্রতিনিধি আশিক আলী, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি প্রণঞ্জয় বৈদ্য অপু, কে টিভি প্রতিনিধি রোহেল উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি আকতার হোসেন সাহেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কামাল মুন্না, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মশিউর রহমান, বিশ্বনাথ টুয়েন্টিফোর ডটকম প্রকাশক আনহার আলী, নির্বাহী সম্পাদক নবীন সোহেল, ডেসটিনি প্রতিনিধি মিছবাহ উদ্দিন, সাপ্তাহিক সময়চিত্র প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন ও সাংবাদিক শহিদুর রহমান পাবেল সামাদ।
রবিবার বিশ্বনাথ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাংবাদিক আব্দুস সালামকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরদিন তাকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার সিআইডি পুলিশ ৩ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে ছেলের গ্রেফতারে বৃদ্ধ মাতা-পিতা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আব্দুস সালাম জাতীয় দৈনিক ইনকিলাব ও স্থানীয় দৈনিক সেলেট বাণীর বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য।
আব্দুস সালাম উপজেলার রামপাশা ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।
Leave a Reply