বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার হরিপুর গ্রামের আহমদ রেজা ইদ্রিস ওরফে সোনাফুতের সন্ত্রাসী তৎপরতা ও মামলাবাজির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ছহিফাগঞ্জ বাজারে বৃহত্তর ছহিফাগঞ্জ দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম পরিষদের নামে এলাকাবাসী এই প্রতিবাদ সভা করেছেন।
এতে সভাপতিত্ব করেন হরিপুর গ্রামের মুরব্বি মাস্টার আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড সিকন্দর আলী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক তাজুল ইসলাম বাঙালী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, মাধবপুর গ্রামের মুরব্বি মুয়াজ্জিম আহমদ, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছয়ফুল ইসলাম কবির, বর্তমান সদস্য আব্দুল মতিন, বাবুল মিয়া, হরিপুর গ্রামের মাসুক মিয়া, রামপুর গ্রামের সাজিদুর রহমান, আলকাছ মিয়া প্রমুখ। পরিচালনায় ছিলেন কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
Leave a Reply