বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক শিশুকন্যাকে অপহরণের চেষ্টাকালে জনতার হাতে এক যুবক আটক হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মিয়াজানেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অপহরণের চেষ্টাকারী নাজিম উদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অপহরণ থেকে রেহাই পাওয়া শাহেনা বেগম (৯) জানায়, সে মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মধ্যাহ্ন বিরতির সময় বাড়ি রওয়ানা হলে পথে এক অপরিচিত লোক তাকে তার মায়ের কাছে নিয়ে যাবার কথা বলে জোর করতে থাকে।
এ সময় শাহেনা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে লোকটি তাকে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। তবে জনতা উত্তর মীরেরচর গ্রাম এলাকায় তাকে সহ লোকটিকে আটক করে।
শাহেনা বেগমের দাদি উপজেলার ছত্রিশ নোয়াগাঁও গ্রামের আনোয়ারা বেগম জানান, তার ছেলে আব্দুস ছোবহান মারা যাওয়ার পর তার নাতনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার পথেরগাঁও গ্রামে তার মায়ের সাথে থাকতো। তার মা অন্ধ হওয়ায় মাসখানের পূর্বে শাহেনা বেগমকে তিনি নিজের কাছে নিয়ে আসেন।
এদিকে এলাকার লোকজন জানিয়েছেন, আটক নাজিম উদ্দিন (২২) হবিগঞ্জের ফতেহগাজী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। সে মিয়াজানেরগাঁও গ্রামে দীর্ঘদিন বসবাসের পর ৮/৯মাস পূর্বে চলে যায়।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা জানান, নাজিম উদ্দিন বলছে, শাহেনা বেগমের মা তার মেয়েকে নেয়ার জন্য তাকে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply