বিশ্বনাথ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বিশ্বনাথ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শতভাগ বিদ্যুতায়নের আওতায় উপজেলার ৪৩ হাজার ১শ ৮ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেলেন। এতে ১শ ৪০কোটি টাকা ব্যয় হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, এজিএম নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আবদুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, জনস্বাস্থ্য উপ সহকারী সঞ্জিত সরকার, সাব রেজিস্ট্রার কার্যলয়ের কর্মকর্তা করুণা বৈদ্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য ও সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান।
Leave a Reply