বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহ সভাপতি কমিউনিটি নেতা আব্দুল হান্নান সংবর্ধিত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার হযরত শাহজালাল (র) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা তবারক আলী। বিশেষ অতিথি ছিলেন দশঘর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, যুক্তরাজ্য প্রবাসী আফিয়া হান্নান, সমাজসেবক আব্দুল তাহিদ, শিক্ষানুরাগী শারমীন তাহিদ, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল বারী, শিক্ষানুরাগী আছকর আলী ও মুকলেছ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আনোয়ারুল হক। সহকারী শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা কাসিম হাবীব, নূর আলী, জসিম উদ্দিন, ইসমত জাহান, জেসমিন নাহার, রুনা বেগম ও আলী হোসেন।
Leave a Reply