সিলেটের বিশ্বনাথে ছাবাল শাহ মাজার সম্পর্কে অপ্রচার বন্ধ ও মাজার কমিটির সভাপতি সোহেল আহমদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার বৈরাগীবাজার মাদরাসা পয়েন্টে মুক্তিযোদ্ধো উস্তার আলীর সভাপতিত্বে ও তারেক মিয়া জনির পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, মুরব্বি আশিক নূর, সোনা মিয়া, কসকির আলী, আবাস আলী ও আফতাব উদ্দিন।
বক্তারা বলেন, কিছু কুচক্রী বিভিন্নভাবে ছাবাল শাহ মাজারের ভাবমূর্তি নষ্টের পায়তারা করছে।
Leave a Reply