সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারীর বিশিষ্ট মুরব্বি মবশ্বির আলীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মন্তর আলী রাজুর সৌজন্যে দেড় শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পৌর এলাকার অলংকারী-পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ত্রাণ বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুসতাক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপদপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, বিশ্বনাথ মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি নাজমুল ইসলাম মকবুল, ইউপি মেম্বার আব্দুল ওদুদ, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমদ, সহসাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার ও হিমেল। এছাড়া মরহুম মবশ্বির আলীর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মাহবুব আহমদ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply