সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যারা সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দলের সাথে বেঈমানি করেছে দলে তাদের স্থান নেই। জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে যারা দলে কাজ করছেন দল তাদেরকে মূল্যায়ন করবে। এতে কোন সন্দেহ নেই।
শনিবার বিশ্বনাথ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীর সন্ধান কামনায় আয়াজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি মো আব্দুল হাইর সভাপতিত্বে এবং যুগ্মসম্পাদক আব্দুল জলিল ও সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও উপজেলা সভাপতি জালাল উদ্দিন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply