নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুরে বাউল শাহ খোয়াজ মিয়া লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শাহ খোয়াজ মিয়া লোক উৎসব পরিষদ এর আয়োজন করে।
বুধবার বিকেলে বাউল শাহ খোয়াজ মিয়া লোক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। প্রধান আলোচক ছিলেন, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দোহা। সভাপতিত্ব করেন, শাহ খোয়াজ মিয়া লোক উৎসব পরিষদের সভাপতি আনোয়ার মিয়া রেফারী। পরিচালনা করেন, সম্পাদক ডা বিভাংশু গুণ বিভু। গান গেয়ে শোনান, বাউল শাহ খোয়াজ মিয়া ও তার নাতনি।
শাহ খোয়াজ মিয়া লোক উৎসবে বিশিষ্ট বাউল-শিল্পীরা রাতভর গান পরিবেশন করেন। এ উপলক্ষে গ্রামীণ মেলাও বসে।
Leave a Reply