বিশেষ প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘরে অগ্নিসংযোগ নিয়ে মামা ও ভাগ্নে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
গত ১৮ মার্চ রাত দেড়টার দিকে উপজেলার জানাইয়ার শ্রীধরপুর গ্রামে একটি বাড়িতে বিরোধপূর্ণ বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মামা আরশ আলীর পরিবারের অভিযোগ, লন্ডন প্রবাসী ভাগ্নে আশিক উদ্দিন টাকা ও ক্ষমতার প্রভাব খাটিয়ে লোক দিয়ে ঘর পুড়িয়ে মিথ্যা মামলায় আপন মামাকে গ্রেফতার করিয়েছেন।
অন্যদিকে ভাগ্নে আশিক উদ্দিনের অভিযোগ, মামার পরিবার তার বসতঘরে থাকতো। তিনি দেশে এসে ঘর খালি করে দিতে বললে মামা আরশ আলী নিজে ঘরে অগ্নিসংযোগ করেন।
বিশ্বনাথ থানার ওসি শামিম মূসা জানান, অগ্নিসংযোগের মামলাটির অবশ্যই সুষ্ঠু তদন্ত করা হবে।
Leave a Reply