ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ৪১৮টি পরিবারের মধ্যে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা বেশি। তাই দেশবাসী নৌকায় ভোট দিয়ে জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। ফলে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে আছে।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান রফিক হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী ও বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী। স্বাগত বক্তব্য রাখেন, ইউপি মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম।
Leave a Reply