শুকরান আহমেদ রানা : সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ২০ কেন্দ্রে আরম্ভ হয় ভোট নেওয়া। এর আগে থেকেই যেমনি পুরুষ তেমনি নারীরাও স্মরণীয় ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রগুলোতে সারিবদ্ধ হতে থাকেন।
ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। যেমনি প্রথম পৌর নির্বাচন তেমনি বিশ্বনাথে প্রথমবার ভোটগ্রহণে ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে-ইভিএম। এছাড়া প্রতিটি কেন্দ্র রয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবমিলিয়ে এবার অন্যরকম পরিবেশ বিরাজ করছে।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে ‘নৌকা’র মাঝি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ। ‘জগ’ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান। বিএনপি থেকে বহিষ্কৃত দলের সাবেক উপজেলা সভাপতি জালাল উদ্দিনের প্রতীক ‘হ্যাঙ্গার’। এছাড়াও যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না ‘মোবাইল ফোন’, জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী মাওলানা শিব্বির আহমদ ‘খেজুর গাছ’, আল-ইসলাহ সমর্থিত প্রার্থী ফয়জুল ইসলাম ‘চামচ’ ও যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন ‘নারকেল গাছ’ নিয়ে নির্বাচনী মাঠে আছেন। তবে আইনি কারণে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।
নির্বাচন অফিস সূত্র থেকে জানা যায়, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে ১১৮টি ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯ জন ও নারী ভোটার ১৭ হাজার ১৯১ জন।
Leave a Reply