নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হন।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে উপজেলা সদরে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের মরমপুর-সুরিখাল এলাকার মধ্যবর্তী জায়গায় সড়কের পাশের গাছ কেটে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল অস্ত্রধারী একটি ডাকাত দল। এ সময় নিয়মিত টহলের অংশ হিসেবে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাসকে নিয়ে এলাকায় পৌঁছলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ডাকাতদল গুলি করতে শুরু করে। এতে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে থানার ওসি শামীম মুসা ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দুটি ভাগে বিভক্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশও পাল্টা গুলি করে।
পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করলে স্তুপ করা মাটির উপর এক ডাকাত সদস্যের মরদহ পাওয়া যায়। পুলিশ এ সময় একটি দেশীয় পাইপগান ও ৩টি তাজা কার্তুজ উদ্ধার করে। নিহত তরাজ মিয়া বিশ্বনাথ উপজেলা পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। পুলিশ তাকে ডাকাত দলের সদস্য বলে নিশ্চিত করেছে। শনিবার বিকেল ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply