বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ সদর, অলংকারী ও খাজাঞ্চি ইউনিয়নের পর এবার দৌলতপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত চেয়ারম্যান মো আমির আলী। এ সময় বিদায়ী চেয়ারম্যান আব্বাছ আলী তার হাতে পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান আব্বাছ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো সোলায়মান হোসাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল্লাহ সিতাব ও সাবেক সভাপতি আবুল বশর চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ।
Leave a Reply