সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ দীর্ঘদিন পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার, ১৮ ডিসেম্বর (৩ পৌষ) সকাল সাড়ে ৬টায় বিশ্বনাথ থানার এসআই (নি) রুমেন আহমদ ও এসআই (নি) শেখ আলী আজহার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার-জমশেরপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাইকে (পিতা মৃত জামাল উদ্দিন, কাঁঠলিপাড়া, বিশ্বনাথ) গ্রেফতার করেন।
আশরাফুল হক সহ আরও ৪ জন মিলে ২০০২ সালে দস্যুতাকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে জিলু মিয়া নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করে।
এ ঘটনায় মোহাম্মদ চেরাগ আলী (পিতা ইরফান আলী, ঝাঝড়, দক্ষিণ সুরমা, সিলেট) বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার রায়ে আসামি আশরাফুল হকের মৃত্যুদণ্ডাদেশ হয়। তথ্য বিবরণী
Leave a Reply