বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমদ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার রাতে পংকি খানকে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ উপলক্ষে আলহেরা শপিং সিটির নিচতলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পংকি খান বলেন, বিশ্বনাথ দলিল লেখক সমিতি দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন; কিন্তু এরপরও সংগঠনের নেতৃবৃন্দকে আরও সচেতন হবে এবং সেবার মান বাড়াতে হবে।
বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে এবং সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফজলু মিয়া। এছাড়াও আওয়ামী লীগের দেওকলস ইউনিয়ন যুগ্ম সম্পাদক আখতার হোসেন জুনেদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন যুগ্ম সম্পাদক আবদুর রউফ, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, আইন সম্পাদক ইমরোজ আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আপ্তাব আলী, তথ্য ও গবেষণা সম্পাদক নূরুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি সিতাব আলী, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, অন্যতম নেতা শাখাওয়াত হোসেন, লাল মিয়া, জমির মিয়া, সিরাজ মিয়া, উপজেলা যুবলীগের সদস্য তাজুল ইসলাম, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, রেদওয়ান আহমদ, আবুল কালাম, ফয়জুল হক, রিপন আহমদ, শিপন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply